অক্সফোর্ডে মাস্টার্সের সুযোগ পেলেন ঢাবির মুনজেরিন শহীদ – magurarkotha.com

অক্সফোর্ডে মাস্টার্সের সুযোগ পেলেন ঢাবির মুনজেরিন শহীদ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৬, ২০২০

অনলাইন ডেস্কঃ

জনপ্রিয় টেন মিনিট স্কুলের অনলাইন ইংরেজির শিক্ষিকা মুনজেরিন শহীদ মাস্টার্সের জন্য সুযোগ পেলেন পৃথিবীর অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।

নিজের ফেইসবুক পেইজে এক স্ট্যাটাসের মাধ্যমে মুনজেরিন শহীদ জানান “আলহামদুলিল্লাহ, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গৃহীত হয়েছি। আমি এখনও বিশ্বাস করতে পারি না যে আমি ফলিত ভাষাবিজ্ঞান এবং দ্বিতীয় ভাষা অধিগ্রহণের ক্ষেত্রে আমার দ্বিতীয় মাস্টার্সের জন্য বিশ্বের অন্যতম সেরা এবং প্রাচীনতম প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাব।
এটি এখনও অবাস্তব মনে হয়। আপনাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই। যিনি আমাকে ইংরেজি শেখার এবং শেখানোর এই যাত্রায় আমাকে অসীম দয়া ও ভালবাসা সমর্থন করেছেন এবং দেখিয়েছেন। এই ডিগ্রি সহ, আমি আশা করি আমি ইংরাজী ভাষা শিক্ষার বিষয়ে আরও অনেক কিছু শিখবো, যাতে আমি ফিরে এসে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও সহায়তা করতে পারি।”

কিছুটা মজা করেই শেষ অংশে লিখেছেন “এখন অক্সফোর্ড আমাকে ঘরে বসে অনলাইনে সেমিস্টার গুলো করতে না বললেই হয়”

মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। সাবেক এই ঢাবিয়ান অনলাইনে জনপ্রিয় তার সুন্দর উপস্থাপন, শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শিখানোর দক্ষতা ও আলাপচারিতার জন্য। তাঁর আইইএলটিএস স্কোর ছিল ১০ এর মধ্যে ৮ দশমিক ৫। কিছুদিন আগে তাঁর জনপ্রিয় “ঘরে বসে স্পোকেন ইংলিশ” বইটি বেশ সাড়া পায় শিক্ষার্থীদের মাঝে।

error: Content is protected !!