অনলাইন শিক্ষা-প্রযুক্তির ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ঝুঁকি’ শীর্ষক ওয়েবিনার – magurarkotha.com

অনলাইন শিক্ষা-প্রযুক্তির ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ঝুঁকি’ শীর্ষক ওয়েবিনার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২১

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
sharethis sharing button

 

 

 

সম্প্রতি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেসের উদ্যোগে ‘অনলাইন শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ঝুঁকি’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

 

গত ২১ ডিসেম্বর ২০২১-এ আয়োজিত এই ওয়েবিনারে প্রধান অতিথির পদ অলংকৃত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহী। এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্কুল অফ বিজনেসের প্রধান প্রফেসর ড. এস.এম. শাফিউল আলম এবং অনুষদের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

 

 

 

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল অংশগ্রহণকারী সবার মাঝে অনলাইন শিক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং একই সঙ্গে এই ডিজিটাল যুগে সবাইকেই যে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তা নিয়ে আরও গভীরভাবে নজর দেওয়া উচিত সে বিষয়ে আলোকপাত করা।

 

ওয়েবিনারে প্রধান বক্তা হিসেবে অংশগ্রহণ করেন দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রিভসিস্টেমস লিমিটেডের সাইবার সিকিউরিটি বিজনেস ভার্টিকেলের চিফ অপারেটিং অফিসার তুষার শ্রীবাস্তব।

error: Content is protected !!