কালিগঞ্জে সার্কেলে অতিঃ পুলিশ সুপার হিসাবে যোগদান করলেন এম, এম মোহাইমেনুর রশিদ( পিপিএম-সেবা)। তিনি ১৪ মার্চ-২০২১ তারিখে কালিগঞ্জ সার্কেলে যোগদান করেণ। এর আগে তিনি র্যাব-৫, র্যাব-১২ ও র্যাব-১৪, খুলনা মেট্রো পুলিশে কর্মরত ছিলেন। এম, এম মোহাইমেনুর রশিদ ঢাকা বিশ্ব-বিদ্যালয়ে থেকে ফলিত ও রসায়ন বিভাগে কৃতিত্বের সাথে সফলতার পরে ২০১২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেণ। শিক্ষা জীবনে তিনি এসএসসি থেকে শুরু করে বিশ্ব-বিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটি সনদে মেধা তালিকায় প্রথমস্থান অধিকার করেন। এক সন্তানের জনক এই পুলিশ কর্মকর্তা গর্বিত পিতা মাতা, স্ত্রী পুত্রকে নিয়ে একটি সুখী পরিবারের কান্ডারী।
তিনি রবিবার(২১/০৩/২১) বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলসহ সাংবাদিকবৃন্দের সাথে আলাপকালে বলেন কালিগঞ্জ সার্কেল এলাকায় থাকবে না সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিকিকিনি। চোরাচালান প্রতিরোধ ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশী সেবা জনগনের দোরগড়ায় পৌছে দিতে আমি কাজ করতে চাই। আমি কালিগঞ্জ সার্কেল এলাকার যে কোন অপরাধ নির্মুলে গনমাধ্যমকর্মীদের সহযোগীতা চাই।