England's James Anderson has the ball tossed to him as he prepares to bowl to Australia during the fourth day of their Ashes cricket test match in Melbourne, Australia, Friday, Dec. 29, 2017. (AP Photo/Andy Brownbill)
ব্রিসবেনের গ্যাবায় বুধবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে অ্যাশেজের প্রথম টেস্টে। তবে এই টেস্ট খেলবেন না জেমস অ্যান্ডারসন। ৩৯ বছর বয়সী পেস বোলারকের প্রাণবন্ত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
প্রথম ম্যাচের মাত্র চার দিন পর অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টের জন্য অ্যান্ডারসনকে প্রস্তুত রাখতে চায় তারা। ইসিবি এক বিবৃতি দিয়েছে, ‘জিমি খেলার জন্য ফিট, তার কোনো ইনজুরি নেই। ছয় সপ্তাহে পাঁচ টেস্ট সামনে রেখে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের জন্য তাকে প্রস্তুত রাখার পরিকল্পনা ছিল।’
২০১৯ অ্যাশেজে এজবাস্টনে প্রথম টেস্টে মাত্র চার ওভার বল করেছিলেন অ্যান্ডারসন। তারপর কাফ সমস্যায় টেস্ট সিরিজ শেষ হয়ে যায় তার।