আফগানিস্তানে সাবেক সরকারের পতনের পর থেকেই দেশটিকে নানাভাবে সহায়তা করে যাচ্ছে তুরস্ক। একই সঙ্গে সংকট কাটিয়ে উঠতে দেশটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে তুরস্কের এরদোগান সরকার।
এরই ধারাবাহিকতায় এবার আফগানিস্তানের এক নারী শিক্ষার্থীকে স্কলারশিপ দিল তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগ্লু সংসদীয় বৈঠকে এ তথ্য জানান। খবর মিডল ইস্ট আইয়ের।
মেভলুত চাভুসগ্লু বলেন, তুরস্ক আফগানিস্তানের এক মেয়েশিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। যিনি আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম হয়েছে। এদিকে ওই নারী শিক্ষার্থীকে তুরস্কে এনে পড়ালেখা করানোর যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সেলগেই ইসমাইল তুরস্কের রাষ্ট্রীয় স্কলারশিপের আওতায় মেডিকেল স্কুলে প্রশিক্ষণ পাবেন। আমরা তালেবান সরকারের কাছ থেকে তার জন্য পাসপোর্ট সংগ্রহ করেছি।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনীতির মাধ্যমে তুরস্ক আফগান নারীদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা নারীদের ১৪ স্কুলের মধ্যে ১০টি খুলে দিয়েছি, যা পরিচালনা করবে মারিফ ফাউন্ডেশন। তুরস্কের অর্থায়নে আফগানিস্তানে ৮০ স্কুল পরিচালিত হয়। এর মধ্যে ১৪টি মেয়েদের জন্য।