Dhaka ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবারো কমলো ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম

বেসরকারি এলপিজির সিলিন্ডারের (১২ কেজি) নতুন খুচরা মূল্য ৯০৬ পুননির্ধারণ করলো বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। নতুন দর মে মাসের শুরু থেকে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। অটোগ্যাস লিটার প্রতি ৪৪.৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিইআরসি নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল এ দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

বিইআরসির চেয়ারম্যান বলেন, দর ঘোষণার আদেশের ৮.৬ অনুচ্ছেদে সৌদি সিপি ভিত্তিতে প্রতিমাসে মূল্য সমন্বয় করার জন্য কমিটি করা হয়। সেই অনুচ্ছেদ মোতাবেক কমিটি ২৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করে। এরপর ২৮ এপ্রিল ভার্চুয়াল শুনানি গ্রহণ করা হয়।

গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হযেছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে নীট মূল্য সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত। দর ঘোষণার আদেশে এ জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। তখন এক সিলিন্ডার (১২ কেজি) বেসরকারি এলপিজির খুচরা ‍মূল্য নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা।

মার্চে সৌদি সিপি (সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস) ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। সেই দর কমে চলতি মাসে (এপ্রিল) হয়েছে যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার। প্রোপেন ও বিউটেনে টন প্রতি ৫৫১২ টাকা দর কমেছে। সে হিসেবে গড় করলে কেজি প্রতি প্রায় সাড়ে ৫ টাকা কমে গেছে। এতে সিলিন্ডার (১২ কেজি) প্রতি দাম প্রায় ৬৫ টাকার মতো কমে আসার কথা।

যদিও পুর্বের ঘোষিত দর খুব কম ক্ষেত্রেই কার্যকার হতে দেখা গেছে। এপ্রিলে ১২ কেজি ওজনের সিলিন্ডার ৯৭৫ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে বিইআরসি। কোথাও কম দামে আবার কোথাও কোথাও বেশি দামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এক সেমিনারে জ্বালানি সচিব কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

Popular Post

রাজশাহী-৬ আসনে জামায়াত প্রার্থীর প্রচারণার দ্বিতীয় দিন: গণসংযোগ ও জনজোয়ার

error: Content is protected !!

আবারো কমলো ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম

Update Time : ১১:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১

বেসরকারি এলপিজির সিলিন্ডারের (১২ কেজি) নতুন খুচরা মূল্য ৯০৬ পুননির্ধারণ করলো বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। নতুন দর মে মাসের শুরু থেকে কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। অটোগ্যাস লিটার প্রতি ৪৪.৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিইআরসি নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল এ দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

বিইআরসির চেয়ারম্যান বলেন, দর ঘোষণার আদেশের ৮.৬ অনুচ্ছেদে সৌদি সিপি ভিত্তিতে প্রতিমাসে মূল্য সমন্বয় করার জন্য কমিটি করা হয়। সেই অনুচ্ছেদ মোতাবেক কমিটি ২৫ এপ্রিল প্রতিবেদন দাখিল করে। এরপর ২৮ এপ্রিল ভার্চুয়াল শুনানি গ্রহণ করা হয়।

গত ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হযেছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তি মূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে নীট মূল্য সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত। দর ঘোষণার আদেশে এ জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। তখন এক সিলিন্ডার (১২ কেজি) বেসরকারি এলপিজির খুচরা ‍মূল্য নির্ধারণ করা হয় ৯৭৫ টাকা।

মার্চে সৌদি সিপি (সৌদি আরামকো কন্ট্রাক্ট প্রাইস) ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। সেই দর কমে চলতি মাসে (এপ্রিল) হয়েছে যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার। প্রোপেন ও বিউটেনে টন প্রতি ৫৫১২ টাকা দর কমেছে। সে হিসেবে গড় করলে কেজি প্রতি প্রায় সাড়ে ৫ টাকা কমে গেছে। এতে সিলিন্ডার (১২ কেজি) প্রতি দাম প্রায় ৬৫ টাকার মতো কমে আসার কথা।

যদিও পুর্বের ঘোষিত দর খুব কম ক্ষেত্রেই কার্যকার হতে দেখা গেছে। এপ্রিলে ১২ কেজি ওজনের সিলিন্ডার ৯৭৫ টাকা খুচরা মূল্য নির্ধারণ করে বিইআরসি। কোথাও কম দামে আবার কোথাও কোথাও বেশি দামে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে এক সেমিনারে জ্বালানি সচিব কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন।