শ্যামনগরে যথাযোগ্য মর্যাদায় আমরা শ্যামনগরবাসী’র আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলিক প্রসিকিউটর ও শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবেক ছাত্রনেতা জুলফিকার আল মেহেদী লিটন, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, নকিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, জেলা পরিষদ সদস্য ডালিম কুমার ঘরামী, যুবলীগ নেতা আহসান উল্লাহ্, হারুন, উপজেলা তাঁতীলীগের আহবায়ক রেজওয়ানুল আজাদ নিপুন, উপজেলা সৈনিকলীগের আহবায়ক জি এম আব্দুর রব, যুগ্ম আহবায়ক পলাশ সরদার, শিক্ষক নেতা নুরুন্নবী সহ শ্যামনগর উপজেলা আওয়ামীলীগ ও এর বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন॥
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবনেতা আল মামুন লিটন॥