বিশেষ প্রতিনিধি : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে গতকাল রোববার বিকাল ৫ টায় আমরা শ্যামনগর বাসীর আয়োজনে শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দৈনিক জাগরণের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আলহাজ্ব আকবর কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু।
শ্যামনগর উপজেলা তরুণলীগের সভাপতি আব্দুর রবের সঞ্চালনায় প্রধান অতিথি সদর চেয়ারম্যান এ্যাড: জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাশিমাড়়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নূরনগর ইউনিয়ন সম্পাদক সোহেল রানা, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী,আওয়ামী লীগ নেতা রবীন্দ্রনাথ বিশ্বাস, প্রভাষক অলিউর রহমান, যুবনেতা আহসানুর রহমান, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি আব্দুস সবুর সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামনগর সরকারি মহসীন কলেজের পেশ ইমাম মুফতি রবিউল ইসলাম। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।