আশাশুনি উপজেলায় মাদক,সন্ত্রাস, চাঁদাবাজির এক ডজন মামলার আসামি এলাকার ত্রাস উপজেলা শ্রমিক লীগের কথিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বহু অপকর্মের হোতা খোকা বাহিনীর প্রধান আবুল কাশেম খোকা ও তার সহযোগী সিরাজুল ইসলাম ওরফে মিল সিরাজুল গ্রেফতার। শুক্রবার দুপুরে আশাশুনি থানা পুলিশ চাপড়া ব্রিজ সংলগ্ন মরিচ্চাপ নদী থেকে তাদেরকে গ্রেফতার করেন। থানা সূত্রে জানা যায় বহু অপকর্মের হোতা এক ডজন মামলার আসামি খোকা ও তার বাহিনী সম্প্রতি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় একটি একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি ও হত্যার উদ্দেশ্যে মারপিট করে মালামাল নিয়ে চলে ঘটনা ঘটায়। এরই পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা পুলিশ সুপার এর নির্দেশে ও আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের দিকনির্দেশনায় কালীগঞ্জ থানার এসআই সঞ্জীব সমাদ্দার এসআই আলমগীর,আশাশুনি থানার এএসআই কায়সারুল,রিয়াজ উদ্দিন,দেবাশীষ মন্ডল, পুণ্যসহ সঙ্গীয় ফোর্স নিয়ে খোকা ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য চাপড়া ব্রিজসংলগ্ন বাইপাস সড়কের অভিযান চালায়। এ সময় খোকা ও তার বাহিনীর লোকজন পুলিশের উপস্থিতি দেখে ব্রিজের নীচে নদীর চর দিয়ে পালানোর চেষ্টা করে তখন পুলিশ তার পিছনে দৌড়াতে থাকলে খোকা পুলিশের হাত থেকে রক্ষার জন্য মরিচ্চাপ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরাতে থাকে এ সময় চৌকস থানা এএসআই কায়সারুল ও রিয়াজ চাপড়া ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে খোকাকে গ্রেফতার করতে সক্ষম হন। এই অভিযানে খোকা বাহিনীর প্রধান খোকা ছাড়াও তার সহযোগী সিরাজুল ইসলাম ওরফে মিল সিরাজুলকে গ্রেফতার করে। ইতিপূর্বে আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযানে খোকা বাহিনীর প্রধান খোকাকে গ্রেফতার করে এবং তার বাড়ি থেকে রামদা,চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করে। আশাশুনি থানা অফিসার ইনচার্জ এ প্রতিবেদককে জানান, আবুল কাশেম খোকা কালীগঞ্জ উপজেলায় একটি পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার উদ্দেশ্যে মারপিট যখম ও মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয় যার মামলা নম্বর ১০। তিনি আরও জানান খোকা বাহিনীর সমস্ত রকম অপকর্ম ও অবৈধ কার্যক্রমের তদন্ত চলছে প্রয়োজনে অধিকতর তদন্তের মাধ্যমে এর পেছনের মূল হোতাদের চিহ্নিত করা হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না।আশাশুনি থানার আইন-শৃঙ্খলা রক্ষার্থে যা কিছু করা দরকার আমি সবকিছু করব।এদিকে খোকা বাহিনীর প্রধান খোকা ও তার সহযোগী মিল সিরাজুল গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে আনন্দ অনুভব ও স্বস্তির নিঃশ্বাস নিতে দেখা গেছে। তারা খোকা বাহিনীর প্রধান খোকা সহ তার সহযোগী গ্রেপ্তার হওয়ায় থানা অফিসার ইনচার্জকে অভিনন্দন জানান সাথে সাথে অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।