আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধি ঃ “আমার মাক্স আমার সুরক্ষা” এই স্লোগানকে সামনে রেখে আশাশুনি উপজেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
উপজেলা পরিষদের রাজস্ব খাত থেকে উপজেলার সরকারি দপ্তর ও সকল ইউনিয়ন পরিষদে মাস্ক বিতরনের লক্ষ্যে ২৫ হাজার মাস্ক ক্রয় করা হয়। উপজেলার ১১ টি ইউনিয়নে ২১হাজার, সরকারি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ৪ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। বিতরণ কালে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা তাইজুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সহকারী মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমিদ সিদ্দিকীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।