শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সর্বশেষ সংবাদঃ
ঠাকুরগাঁওয়ে একই স্কুলে ১১ ছাত্রী হঠাৎ অসুস্থ হাসপাতালে ভর্তি সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী ইয়ামিনের মৃত্যু, বাঘায় জানাজায় হাজারো মানুষের শোক পদ্মার দুর্গম চরাঞ্চলে বিভিন্ন বাহিনীর সক্রিয়তায় বাড়ছে শঙ্কা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যারা ষড়যন্ত্র করবে তারা জাতির শত্রু দেশের শত্রু বললেন,– আসাদুল হাবিব লালমনিরহাটে দলিল লেখকের হাতে মার পিটে জখম জমি ক্রেতা থানায় অভিযোগ বাঘায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তিস্তা ব্যারেজ থেকে ধরা দিল মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা *শীতের বার্তায় দর্শনার্থীদের ঢল* এক কর্মকর্তাকে নিয়ে উল্টো পথ চলল ৫ কিলোমিটার ট্রেন রেলওয়েতে তোলপাড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। লালমনিরহাট বিভাগ মাগুরা ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড নিতাই রায় চৌধুরীর আগমন উপলক্ষে বিশাল শোডাউন ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ)পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জন্মোৎসবের আলোচনায় বক্তারা- এন্ড্রু কিশোরের গান মানেই জীবনের গল্প রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও কীটনাশক আটক সাংবাদিকদের সাথে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় সভা মাগুরা ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খানের আগমন উপলক্ষে বিশাল শোডাউন মাগুরা-১ মনোয়ার হোসেন খান ও মাগুরা-২ এ্যাড. নিতাই রায় চৌধুরী রংপুর রেঞ্জ ডিআইজির লালমনিরহাট সদর থানা, দ্বিবার্ষিক পরিদর্শন ছাত্রদের বিক্ষোভের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে মাগুরায় জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে : রায়হান হারানো গিয়েছে
নোটিশ :
প্রিয় পাঠক   দৈনিক মাগুরার কথা   অনলাইন নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে বস্তু নিষ্ঠ তথ্য ভিত্তিক সংবাদ প্রচার করতে আমরা বদ্ধ পরিকর ।  বি:দ্র : এই ওয়েবসাইটের কোনো লেখা,  ছবি ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি । এখানে ক্লিক করুণ Apps   আমাদের ফেসবুক পেজ "দৈনিক মাগুরার কথা" https://www.facebook.com/share/1BkBEmbALr/

আসিফের কান্নায় হৃদয় ছুয়ে গেছে দেশবাসীর

মাগুরার কথা ডেক্স / ৬৭৭ বার পঠিত হয়েছে।
নিউজ প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২০, ৬:১৩ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক:

নতুন করোনাভাইরাস (কভিড-১৯) রোগের টিকা (ভ্যাকসিন) উদ্ভাবনের দাবি করেছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেড’র সহযোগী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান এই টিকা উদ্ভাবনের দাবি করল।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গ্লোব বায়োটেক লিমিটেডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, টিকা উদ্ভাবনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সিইও ড. কাকন নাগ এবং সিওও ড. নাজনীন সুলতানা। প্রতিষ্ঠানটি গত ৮ মার্চ এই টিকা তৈরির কাজ শুরু করে। গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ।

ডা. আসিফ মাহমুদ ভ্যাকসিনটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে আবেগে কান্না ধরে রাখতে পারেননি। দ্রুত মাইক্রোফোন ত্যাগ করে চোখের জল আড়াল করার চেষ্টা করেন। কিন্তু কেন এই কান্না? আসিফ সারাবিশ্বের ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে বলতে থাকেন। প্রতিটি কম্পানির ভ্যাকসিন আবিস্কারের সময়কাল উল্লেখ করে বলেন। ‘সারাবিশ্ব যদি পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিনের আশায় বসে থাকবো তা কেন হবে? তারা কবে দেবে আর আমরা কবে নেবো সে আশায় বসে থাকলে চলবে না।’

আসিফ এসময় দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমাদের নিজস্ব একটি ভ্যাকসিন দরকার, যেন আমাদের অন্যের আশায় বসে না থেকে প্রত্যেকটি মানুষ ভ্যাকসিন গ্রহণের সুযোগ পায়।’

আসিফ বলেন, ‘আমরা আর কোনো চাকরি হারাতে চাই না, আমরা আর কোনো সঞ্চয় হারাতে চাই না, আমরা আর কোনো সুখী সময় হারাতে চাই না, আমাদের মধ্য থেকে আমরা আর কোনো মানুষকে হারাতে চাই না। উই কান্ট এফোর্ড টু লুজ এনিমোর… বলেই কান্নায় ভেঙে পড়েন আসিফ।’

আসলেই করোনায় আমরা কতকিছুই হারিয়েছি, এই হারানোর বেদনা এতো গভীরে দাগ ফেলে যাচ্ছে যা আসলে অনেকেই সামলে নিতে পারছেনা। মানুষ বাসা ভাড়া দিতে পারছে না, মানুষ চাকরি হারাচ্ছে। এই করোনা কত প্রিয় স্বজনকে কেড়ে নিয়েছে। আসিফ হয়তো এসবের আর কিছুই হারাতে চান না। এজন্যই জান-প্রাণ দিয়ে করোনার ভ্যাকসিনের জন্য কাজ করে যাচ্ছেন। কথা বলতে গিয়ে আসিফের আবেগের কান্না ছুঁয়ে গেছে পুরো দেশবাসীকে। তাই তো প্রার্থনা জোড়ালো হয়েছে, ‘এবার আমাদের ভ্যাকসিন হচ্ছে হোক।’

আসিফ বলেন, ‘প্রাথমিকভাবে করোনার ভ্যাকসিনে সফল হয়েছি। প্রাণী পর্যায়ে এটা সফল হয়েছে। তিনি জানান, তিনটি খরগোশের ওপর এই ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে। তাঁর আশা, মানবদেহেও সফলভাবে কাজ করবে এই ভ্যাকসিন।’ তিনি জানান, এখন তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে যাবেন। এরপর তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই প্রটোকল তৈরি করে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করা হবে।

আসিফ মাহমুদকে নিয়ে সোশ্যাল ব্যাপক আলোচনা হচ্ছে। অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে প্রথম শ্রেণিতে তৃতীয় ও এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হওয়া আসিফকে একটি শ্রেণি গর্বই করছে। বলা হচ্ছে আসিফের সামনে অপার সম্ভাবনা ছিল উন্নত জীবনের। চলে যেতে পারতেন্ম ইউরোপ-আমেরিকায়। কিন্তু তিনি যাননি। দেশের মানুষের জন্য কাজ করতে দেশেই থেকে গেছেন।


এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের সবখবর
error: Content is protected !!
error: Content is protected !!