একসঙ্গে থাকছেন না তথাগত-দেবলীনা – magurarkotha.com

একসঙ্গে থাকছেন না তথাগত-দেবলীনা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২১

অনুপম রায়-পিয়া চক্রবর্তীর বিচ্ছেদের খবর থিতু হওয়ার আগেই ভাঙছে তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক। তাদের আট বছরের দাম্পত্যে টোল পড়েছে অবশেষে। টলিপাড়ায় গত এক মাস ধরে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। সত্যতা জানতে কলকাতার সংবাদমাধ্যমগুলো যোগাযোগ করেছিল তথাগতর সঙ্গে। অকপটে পরিচালক-অভিনেতা বলেছেন, আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি। তথাগতর দাবি, এই মুহূর্তে তিনি মা-বাবাকে নিয়ে ব্যস্ত।

তাদের গায়ে যাতে কোনও আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছেন। তথাগত মনে করিয়ে দিলেন, তার প্রথম বিয়ে যখন ভেঙেছিল তখনও আনুষ্ঠানিক বক্তব্য জানাননি সংবাদমাধ্যমকে। সেই জায়গা থেকে পরিচালক জানিয়েছেন, এ বারেও তিনি সরাসরি কোনও মন্তব্য করবেন না। নেপথ্য কারণ কি বিবৃতি চট্টোপাধ্যায়?

অভিনেত্রী তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। এ ব্যাপারে দেবলীনা দত্ত বলেন, আমার মা হৃদ্রোগী। কাজের বাইরে তার দেখভালে ব্যস্ত আমি। এ সবের বাইরে আমার কোনও দিকে নজর নেই।

error: Content is protected !!