কয়রায় দিনমজুরের বসতঘর আগুনে ভস্মীভূত – magurarkotha.com

কয়রায় দিনমজুরের বসতঘর আগুনে ভস্মীভূত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ১৪, ২০২২

খুলনার কয়রায় দিনমজুরের বসতবাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে ওই দিনমজুর পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ জানুযারী, বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং কয়রার চৌরাস্তা এলাকায় দিনমজুর শরিফুলের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভুক্তভোগী শরিফুল জানান, বৃহস্পতিবার সকালে পাশের গ্রামে তার শশুর অসুস্থ্য থাকায় স্বামী-স্ত্রী ও বাচ্চাদের নিয়ে সেখানে গিয়েছিলো। বিকালে মোবাইলে গ্রামবাসীরা খবর দিলে এসে দেখে সব পুড়ে ছাই হয়ে গেছে, কিভাবে যে আগুন লাগলো কেউ বুলতে পারছে না। গোল পাতার ছাউনি ও টিনের বেড়া দুই রুমের বসতঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই, পাশে রান্নাঘর ও পুড়ে ছাই হয়ে গেছে, দুই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে শরিফুল। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, স্বামী-স্ত্রী দিনমজুরের কাজ করে অনেক কষ্টে খেয়ে না খেয়ে ঘরখানা তুলেছিলাম, সংসারের আসবাবপত্রও মোটামুটি তৈরী করেছিলাম। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল বলে কেঁদে ফেলেন। প্রতিবেশীরা বলেন আগুনে পুড়ে দিনমজুরের পরিবারের সবকিছু শেষ হয়ে গেছে। বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।

কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ- ১৩/০১/২২ ইং।

error: Content is protected !!