কারিগরি শিক্ষার বিকল্প নেই- এমপি শিখর – magurarkotha.com

কারিগরি শিক্ষার বিকল্প নেই- এমপি শিখর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৯, ২০২২

মাগুরায় দুস্থ, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও হতদরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানমূলক কাজের প্রশিক্ষণের মাধ্যমে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) বিকেলে শহরের ঢাকার রোডে বহুমুখী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। সংস্থার সভাপতি ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক শেখ রফিকুল ইসলাম। সংস্থার নির্বাহী সভাপতি বিশিষ্ট সাংবাদিক আহমেদ পিপুল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ শাতাধিক বেকার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর বলেন, জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তরিত করার নানমুখি প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিয়েছেন। সে প্রয়াস থেকেই প্রতিটি ব্যক্তিকে দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। এ কর্ম সূচীর আওতায় মাগুরায় ড্রাইভিং কাম অটো মেকানিকস এনং কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স চালু হয়েছে। প্রকল্পের আওতায় মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ২৩ টি উপজেলার ৬৬০০ জন পুরুষ ও মহিলাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে

error: Content is protected !!