হাফিজুর রহমান শিমুলঃকালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিয়ারা খাতুনের বদলির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনের রাস্তায় উপজেলা বিআরডিবির সকল সদস্যদের অংশগ্রহণে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার দুর্নীতি অনিয়ম স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। কালিগঞ্জ বিআরডিবির চেয়ারম্যান গাজী জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমবায় সমিতির কালিগঞ্জ শাখার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম বারী, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ডাক্তার আব্দুল কাদের, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ লুৎফর রহমান প্রমূখ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তানজিরা খাতুন চাকুরীকালীন বিধি বহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনায় অনিয়ম-দুর্নীতি স্বেচ্ছাচারিতার সাথে সংশ্লিষ্ট। দুর্ণীতিবাজ ঐ কর্মকর্তার কারণে অফিসের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। মানববন্ধে অসাধু কর্মকর্তার দ্রুত অপসারণ দাবি করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর নিকট বিআরডিবি চেয়ারম্যান জননেতা গাজী জাহাঙ্গীর কবীরের নেতৃত্বে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় ডিআরডিও সমবায় সমিতির নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার বদলির দাবীতে মানববন্ধন
-
Reporter Name - Update Time : ০৫:৩৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০
- ৬৪৪ Time View
Tag :
Popular Post




















