হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মিনিবাস মালিক সমিতির আয়োজনে বিভিন্ন পত্রিকায় মিথ্যা ও হয়রানী সংবাদ প্রকাশের জন্য মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকাল ৪টায় কালিগঞ্জ সাতক্ষীরা মহা সড়কের বাস টার্মিনাল কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু তাহের এর সঞ্চালানয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কালিগঞ্জ সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আমজেদ হোসেন, যুগ্ম সম্পাদক সুমন হোসেন, সহ যুগ্ম সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক শাহিনুর ইসলাম, কোষাধ্যক্ষ রকিবুল হাসান রঞ্জু, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক শেখ আজমীর হোসেন, প্রচার সম্পাদক শেখ পরিদ হোসেন, সড়ক সম্পাদক আব্দুর রহমান মোড়ল, কার্যনিবার্হী সদস্য আবু হাসান, রুহুল আমিন ও গাজী নুর মোহাম্মাদ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৯৫০ কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে যা পরিকল্পীত ও ষড়যন্ত্র মূলক। মুলত কালিগঞ্জ সকড় পরিবহন শ্রমিক ইউনিয়নের নিবার্চনে বর্তমান সভাপতি ও সেক্রেটারীর প্রতিপক্ষ সেজে সবুজ ও আজিম অবস্থান নিয়েছিল। তারাই শ্রমিক ইউনিয়নের মানসম্মান ক্ষুন্ন করার জন্য বিআরটিসির গাড়ি লিজ নিয়ে পরিকল্পীত ভাবে শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির নামে পত্রিকায় সাংবাদ প্রকাশ শ্রমিক ইউনিয়নের মানসম্মান ক্ষুন্ন করছে। সরকারী নিয়ম অনুযায়ী বিআরটিসি গাড়ি চলাচল করলে আমাদের কোন ধরণের আপত্তি নেই। ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বিআরটিসির অনিয়ম দূর্ণীতির দৌরত্ত কমাতে পুলিশ ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামানা করেন।