হাশেম আলী / শাহাদাত হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ বিষ্ণুপুর চাঁচাই ঐতিহ্যবাহি ফুটবল মাঠে ( শনিবার ১৪ নভেম্বর) বিকালে চাঁচাই সবুজ সংঘের আয়োজনে পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা উপলক্ষে চারদলীয় লক্ষ টাকার হা-ডু-ডু’ কাবাডি খেলার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনাল খেলায় তারালী হা-ডু-ডু দল,চীনেডাঙ্গা হা-ডু-ডু দলকে পরাজিত করে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।খেলাটি পরিচালনা করেন রেফারি আব্দুল হাদী।খেলায় বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সনৎ কুমার গাইন, প্রবেসার নারায়ণচন্দ্র চক্রবর্তী রাজিব,বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী, মহিলা ইউপি সদস্যা লাইলী পারভিন, চাঁচাই সবুজ সংঘের সভাপতি আব্দুস সবুর মোড়ল, ও সাধারণ সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী প্রমুখ। আগামী সোমবার ১৬ নভেম্বর হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে।