কালিগঞ্জের পল্লীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত রমজান আলী গাইনের ছেলে কৃষক কামরুজ্জামান(খোকন)(৩৮)মঙ্গলবার বেলা আনুমানিক সাড়ে ১১ টায় বাড়ির পাশে ধান ক্ষেতে পানি সেচ দিতে গিয়ে সেখানে বিদ্যুৎ চালিত মর্টরের ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়।স্থানীয়রাসহ ইউপি সদস্য আবু জাফর সাফুই প্রতিনিধিকে জানান দক্ষিণ শ্রীপুর গ্রামের কৃষক কামরুজ্জামান খোকন তার বাড়ির মিটার থেকে সংযোগ নিয়ে ধানক্ষেতে মর্টরে পানি দিতে গিয়েছিলেন।মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ।তার মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।