কালিগঞ্জ বিষ্ণুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র বিতরণ – magurarkotha.com

কালিগঞ্জ বিষ্ণুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নববস্ত্র বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২৪, ২০২০

শাহাদাত হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি: কালিগঞ্জ বিষ্ণুপুর ইউনিয়নের জমিদার বাড়ি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে (শনিবার ২৪ শে অক্টোবর)বেলা ১০ টায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের আয়োজনে নববস্ত্র বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক দেবাশীষ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন।তিনি তার বক্তব্যে বলেন ধর্ম যার যার, উৎসব সবার।তিনি আরো বলেন বর্তমানে সারাবিশ্বে এখন মহামারী করোনা ভাইরাস আপনারা মুখে মাক্স ব্যবহার করবেন সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন।এছাড়া আরো উপস্থিত ছিলেন পূজা মন্ডপ কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ বিশ্বাস, বিষ্ণুপুর জমিদার বাড়ির ছেলে ডিবির ওসি সৌমেন দাস,দেবদূত বিশ্বাস প্রমুখসহ বিবেকানন্দ পরিষদের সদস্য সহ মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!