কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সম্পাদক আনিসুজ্জামান বাবলু আর নেই – magurarkotha.com

কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সম্পাদক আনিসুজ্জামান বাবলু আর নেই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১৬, ২০২১

কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আনিসুজ্জামান বাবলু (৫৪) সবাইকে ছেড়ে চিরদিনের জন্য পরপারে চলে গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

করোণা উপসর্গ নিয়ে তিনি সাতক্ষীরা করোণা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার দুপুর দেড়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯৪(ইং) সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও সুন্দর ব্যবহারের অধিকারী ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গিয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, আজ এশার নামাজের পরে নামাজে জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি জয়নগর মোড়লবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে গোটা এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

error: Content is protected !!