কেশবপুরে গড়ভাংগা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২১ সালের পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্কুলের শ্রেণীকক্ষে প্রধান শিক্ষক লিয়াকত আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নাজমুল আলমের পরিচালনায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আহাদ আল (বাহার)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্কুলের (অবসর) সিনিয়র শিক্ষক, বাবু গোবিন্দ কুমার বসু, সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীন, সহকারী শিক্ষক আতিয়ার রহমান, প্রমুখ। বিদায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সোহান হোসেন, শাকিল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক,শিক্ষিকা,ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দসহ স্কুলের শিক্ষার্থীরা।