আর নয় যশোর আর নয় খুলনা,বাংলাদেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স জুতা এখন কেশবপুরে। রবিবার বিকেলে মধুসড়কের করিম প্লাজায় দেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স জুতার শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলীর সভাপতিত্বে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বাংলাদেশের ১ নম্বর সু-ব্র্যান্ড এপেক্স এর রিটেইল শো-রুমের উদ্বোধন Kiv nq। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর মধুসড়কের করিম প্লাজার মালিক কামরুজ্জামান,এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলীর পিতা ইজ্জত আলী দপ্তরী, রংধনু গামেন্টেসের স্বাত্তাধিকারী আলমগীর হোসেন,ব্যাবসায়ী তারক অধিকারী,ব্যাবসায়ী আনন্দ অধিকারী প্রমুখ। এপেক্স এর শো-রুমের প্রোপাইটর আনোয়ার আলী বলেন, কেশবপুর উপজেলার মানুষ অনেক রুচিশীল। আমি মূলত তাদের কথা চিন্তা করেই কেশবপুরে বাংলাদেশের একটি কোয়ালিটি ব্রান্ড এপেক্স এর জুতা নিয়ে এসেছি। এখন থেকে কষ্ট করে আর কেশবপুর উপজেলার মানুষদের যশোর-খুলনার এপেক্স এর শো-রুমে যেতে হবেনা । তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।