কেশবপুরে আওয়ামী লীগের ৪ নব-নির্বাচিত চেয়ারম্যান বৃহস্পতিবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। গৌরীঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ এবাদত সিদ্দিক বিপুল ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ-সহ দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।
মঙ্গলকোট ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, মঙ্গলকোট ইউপির সাবেক চেয়ারম্যান বাচ্চু-সহ দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। পাঁজিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান জসিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম খান, যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ-সহ দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। হাসানপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নব-নির্বাচিত চেয়ারম্যান তৌহিদুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন সহ হাসানপুর ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।