কেশবপুরে আনন্দে গণিত শেখাতে ২১০ শিক্ষককে প্রশিক্ষণ – magurarkotha.com

কেশবপুরে আনন্দে গণিত শেখাতে ২১০ শিক্ষককে প্রশিক্ষণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২৮, ২০২২

কেশবপুরে ৬ দিনব্যাপী গণিত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে গণিত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
উপজেলা রিসোর্স সেন্টারের উদ্যোগে উদ্বোধনের মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে গণিত বিষয়কে সহজভাবে উপস্থাপন ও আনন্দে শেখানোর কৌশল শুরু হয়। কেশবপুরের ১৫৮ প্রাথমিক বিদ্যালয়ের ২১০ জন গণিত শিক্ষককে নিয়ে ৭টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী ব্যাচে ৩০ জন গণিত শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ৪ মার্চ প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হবে।উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, আনিসুর রহমান, প্রভাত কুমার রায় ও প্রবীর সরকার এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হুদা বাবু।এ ব্যাপারে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম বলেন, উপজেলার ১৫৮ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান করা ২১০ জন গণিত শিক্ষককে নিয়ে ৭টি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আসা কর্মকর্তা ও শিক্ষকেরা ওই শিক্ষকদের প্রশিক্ষণ দিবেন। এখান থেকে ৬ দিনের প্রশিক্ষণ নেওয়া শিক্ষকদের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহজভাবে ও আনন্দে গণিত শিখতে পারবে।

error: Content is protected !!