কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটি আমতলা বিলে মৎস্য ঘেরে পহেলা বৈশাখে মাছ ছেড়ে শুভ উদ্বোধন করেন জমির মালিক ও ঘের পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন, আমতলা বিলের মৎস্য ঘের ব্যবসায়ী কামরম্নজ্জামান বিশ্বাস,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু,মহিলা ইউপি সদস্য সালমা বেগম,আমতলা বিলের মৎস্য ঘের পরিচালনা কমিটির কোষাধ্যÿ টিপু সুলতান,ম্যানেজার আলম বিশ্বাস সহ জমির মালিক ও ঘের পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা। মাছ ছেড়ে শুভ উদ্বোধন করার পর এক ভুরিভোজ অনুষ্ঠিত হয়।