কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত – magurarkotha.com
সম্পাদক:আশিষ কুমার সাহা,বার্তা সম্পাদক:জাহিদুল ইসলাম।

কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৪, ২০২২

 

কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালা রবিবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন,ভাব বাংলাদেশের সহকারী কান্টি ডিরেক্টর আব্দুল আলিম খান। ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আরফুর রহমান আরিফের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ইউএনডিপি বাংলাদেশের হেড অব অক্সিলেটর ল্যাব এম এম জিমরান খান,ভাব বাংলাদেশের কান্টি ডিরেক্টর শিক্ষাবিদ মাছুম বিল্লাহ. প্রেগ্রাম অপারেশন সামসুল হুদা,ব্যাকবন লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন,উপজেলা একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামরুজ্জামান,প্রধান শিক্ষক দিপংকর দাস, অভিভাবক মনিমালা দাস,ইকতিয়ার উদ্দিন, এসএমসি কমিটির রাশিদুল ইসলাম, শিক্ষক উর্মিলা মালাকার, শিক্ষার্থী সুরাইয়া খাতুন, ইদ্রিস আলী প্রমুখ।

error: Content is protected !!