কেশবপুরে ই – নামজারি প্রশিক্ষণ – magurarkotha.com

কেশবপুরে ই – নামজারি প্রশিক্ষণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৩, ২০২২

কেশবপুরে ৪ দিনব্যাপী আধুনিক ভূমি ব্যবস্থাপনায় ই-নামজারি প্রশিক্ষণ বুধবার শেষ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ৩০ জনকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় ইউনিয়ন ভূমি অফিসের নায়েব, সহকারী, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ওই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

error: Content is protected !!