কেশবপুরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, সাবেক সংসদ সদস্য আব্দুল হালিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন, কবি ও সাহিত্যিক মোহাম্মদ শফি, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, সাংবাদিক দীলিপ মোদক, উদীচীর সভাপতি অনুপম মোদক, ওয়ার্কাস পার্টির সভাপতি শওকত হোসেন, সমাজকর্মী বাবর আলী গোলদার, মাসুমা বেগম বিউটি ও অর্পণা আইচ। আলোচনার পরে সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।