কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা গ্রামে ঐত্যবাহী ৮ দলীয় টুর্ণমেন্ট হাডুডু সেমি ফাইলান খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গড়ভাঙ্গা যুব সমাজের আয়োজনে গড়ভাঙ্গা পশ্চিমপাড়া মান্দারতলা মাঠে হাডুডু খেলায় কেশবপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে ৮ টি দল খেলায় অংশ গ্রহণ করেন।
মনিরামপুর উপজেলার লাউড়ি গ্রামের হাডুডু খেলা দল একাদশকে হারিয়ে ০২ গোলে বিজয়ী হন কেশপুর উপজেলার হাবাসপোল গ্রামের হাডুডু খেলা দল একাদশ।৮ দলীয় হাডুডু টুর্ণমেন্ট সেমি ফাইলান খেলা অনুষ্ঠিান শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ৭ নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল। এসয় উপস্থিত ছিলেন,পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আহাদ বাহর,মহিলা ইউপি সদস্য কবরী বেগম,পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক নাজমুল হুসাইনসহ ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্ররীগ,মহিলা আওয়ামী লীগসহ গড়ভাঙ্গা যুব সমাজের নেতৃবৃন্দরা। হাডুডু টুর্ণমেন্ট সেমি ফাইলান খেলার মাঠে কেশবপুর উপজেলাসহ বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নারী,পুরম্নষসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ খেলা দেখতে ভিড় জমিয়ে ছিলেন।