কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ইমাননগর দাখিল মাদ্রাসার ইংরেজি শিÿক অশোক রায় মরনব্যাধি কিডনি রোগে আক্রান্ত্ম হয়েছেন।
বর্তমান তিনি অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে যন্ত্রণায় ছটফট করে মৃতু্যর প্রহর গুনছেন।তিনি ব্যয়বহু এ রোগের চিকিৎসা করাতে গিয়ে নিজের জায়গা জমি সব বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। তার বাড়ি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামে। শিÿক অশোক রায় জানান, তার এ রোগ নিরাময়ে প্রতি সপ্তাহে দুটি ও মাসে আটটি ডায়ালাইসিসি করতে হয়। এতে তার মাসে ৪০ হাজার টাকা খরচ হয়। বর্তমান অর্থাভাবে তার চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে তিনি উপজেলা মাধ্যমিক শিÿা কর্মকর্তার মাধ্যমে উপজেলা মাধ্যমিক ও দাখিল শিÿক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল শিÿকদের মানবিক সহায়তা কামনা ছাড়াও তিনি সমাজের বিত্তবান মানুষের কাছে অর্থ সহায়তা চেয়েছেন। সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে বেঁচে যাবে একটি প্রাণ, একটি পরিবার।সহায়তা পাঠানোর ঠিকানা- সোনালী ব্যাংক, কেশবপুর শাখা,যশোর। হিসাব নং- ০০১০১৮৫৩৫ অথবা বিকাশ নং- ০১৭৪৯৪৮৩৫৪৪।