কেশবপুরে কুষ্ঠ রোগের বিষয়ে সরকারি স্বাস্থ্য কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাঁচতে শেখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলমগীরের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তৃতা করেন, স্বাস্থ্য কমপ্লেক্সের যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারি নাজমুল করিম, বাঁচতে শেখার প্রোগ্রাম ফোকাল হিলেম সঞ্জিব কিস্কু, প্রজেক্ট ফেসিলেটর অপূর্ব কুমার মন্ডল এবং শাহজাহান আলম। কর্মশালায় অংশগ্রহণ করা উপজেলার বিভিন্ন এলাকার স্বাস্থ্য কর্মীদেরকে কুষ্ঠ রোগের কারণ, লক্ষণ এবং এ রোগের চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।