কেশবপুরে ক্রিস্টাল ডায়গনস্টিকের হাসপাতাল শাখার উদ্বোধন কেশবপুর শহরে ক্রিস্টাল ডায়গনস্টিক সেন্টারের হাসপাতাল শাখার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার বিকেলে শহরের হাসপাতাল মোড়ের কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ক্রিস্টাল ডায়গনস্টিক সেন্টারের পরিচালক আশেক ইমরানের সভাপতিত্বে ও ম্যানেজার শফিকুর ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি, ডা. স্বপন মজুমদার, ডা. সিফাত শারমিন বৃষ্টি, ডা. নওরীন সিফাত, ডা. ফিরোজ কবির, আব্দুস সামাদ, পাঁজিয়া ইউনিয়ন ভুমি অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, এস এম আল ফাত্তাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,ক্রিস্টাল ডায়াগনস্টিকের ডাঃবৃন্দসহ কর্মকর্তা কর্মচারীবূন্দরা।