কেশবপুরে তীব্র শীতে বিপাকে পড়া ছিন্নমূলসহ অসহায় মানুষের বাড়ি বাড়ি গভীর রাতে কম্বল নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। মঙ্গলবার রাত ৯টার পরে হাড় কাপানো শীত উপেক্ষা করে পৌর শহরের ট্রাক স্ট্যান্ড, বালিয়াডাঙ্গা, আলতাপোল ও বড়েঙ্গা আশ্রয়ণ প্রকল্পের গরীব অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি কম্বল পৌঁছে দেন।
এদিন রাতে উপজেলার অসহায় ছিন্নমূল মানুষসহ আশ্রয়ণ প্রকল্পের ২৫০ জনকে কম্বল দেওয়া হয়েছে। কনকনে শীতের মধ্যে গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের হাতে কম্বল দেখে ছিন্নমূল, গরীব ও অসহায় ব্যক্তিরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার শিকদার ও শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, কোন অসহায় ছিন্নমূল মানুষ তীব্র শীতে যেন কষ্ট না পায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে এভাবেই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।