কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের কম্বল বিতরণ – magurarkotha.com

কেশবপুরে চারুপীঠ আর্ট স্কুলের কম্বল বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২২

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে ৫০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের ফাতেমা মঞ্জিল প্রাঙ্গণে অসহায় মানুষের হাতে ওই কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা রুখসানা ইসলাম শিল্পী, পরিচালক উৎপল দে ও সহ সভাপতি সাহা বৈদ্যনাথ। শীতার্ত অসহায় মানুষেরা কম্বল পেয়ে খুশি হন।কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে বলেন, চারুপীঠ আর্ট স্কুলের উপদেষ্টা রুখসানা ইসলাম শিল্পীর অর্থায়নে অসহায় মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়েছে।

error: Content is protected !!