কেশবপুরে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ছাত্রলীগ নেতা রাসেল মোড়ল, সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান খান মুকুল। পরে অতিথিবৃন্দরা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।