কেশবপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশ জোরদারকরণ বিষয়ক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাইটস যশোরের উদ্যোগে ও এশিয়া ফাউন্ডেশনের সহযোগীতায় সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি কেশবপুর সদর ইউনিয়নসহ জেলার ৮ উপজেলার ১০টি ইউপিতে জনপ্রতিনিধিদের আর্থিক সম্পদ বিবরণী প্রকাশের মাধ্যমে জনগণের কাছে তাঁদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গত একবছর ধরে কাজ করে আসছিল।সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলার সভাপতিত্বে সমাপনী সভার প্রধান আলোচক ছিলেন, রাইটস যশোরের প্রোগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাইটস যশোরের প্রোগ্রাম কর্মকর্তা আবু সাঈদ, ইউপি সচিব হুমায়ূন কবীর, প্রকল্পের সুশীল সমাজের প্রতিনিধিদের সভাপতি কবির হোসেন, ইউপি সদস্য নাজমা খাতুন, কামরুজ্জামান কামাল, ওলিয়ার রহমান প্রমুখ।এ প্রকল্পের সুশীল সমাজের প্রতিনিধিদের সভাপতি কবির হোসেন বলেন, প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও সদর ইউনিয়নে নাগরিক কমিটি গঠন করে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদের বিবরণী প্রকাশের মাধ্যমে তাঁদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে কাজ করা হবে।