Dhaka ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে জমি জবর দখলের হুমকী আদালতে ১৪৪ ধারা জারি

 

কেশবপুরে ব্রাম্মণডাঙ্গা মৌজায় ২৭ শতক দখলীয় জমি জবর দখলের চেষ্টা বন্ধে আদালতের স্মরণাপন্ন হয়েছেন বৃদ্ধ আব্দুল মান্নান শেখ। বিজ্ঞ আদালত আবেদনটি আমলে নিয়ে কেশবপুর থানার ওসিকে আইনশৃঙ্খলা রÿার জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করেছেন আগামি ২৩ মার্চ।
কেশবপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন জানান, আইন শৃঙ্খলা রÿায় ব্যবস্থা নেয়া হচ্ছে।
মামলার বিবরনে জানা গেছে, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাম্মণডাঙ্গা গ্রামের মৃত মঙ্গল শেখের ছেলে আব্দুল মান্নান শেখ পুর্ববতৃীদের নিকট থেকে জমি দলিল মুলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। যার বর্তমান প্রিন্ট পর্চ আব্দুল মান্নান শেখের নামে এবং জমি দখলে। গত ১৫ জানুয়ারী বিকালে ব্রাম্মণডাঙ্গা গ্রামের মৃত ঈমান আলী খাঁর ছেলে বাবর আলী খাঁ ও শওকত আলী খাঁ, মৃত আহম্মদ আলী সানার ছেলে নূর আলী সানা ও মৃত আবুল বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস নালিশি জমি ৯৯ নম্ববর ব্রাম্মণডাঙ্গা মৌজার ১২১ খতিয়াপনের ১৯২ ও ৭৮১ দাগের মোট ২৭ শতক জমি জবর দখল করার হুমকী দেয়। যেহেতু আব্দুল মান্নান খে একজন বয়োবৃদ্ধ এবং তার জনবল না থাকায় আইনের প্রতি শ্রদ্ধাশ ীল হয়ে বিজ্ঞ আদালতের স্মরাণাপন্ন। বিজ্ঞ আদালত পি ৭৮/১৯ পি৪টিশনটি আমলে নিয়ে কেশবপুর থানার ওসিকে শান্ত্মি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন। সে মোতাবেক ওসি কেশবপুর থানার এ এস আই সোহেল রানাকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এব্যাপরে এ এস আই সোহেল রানা জানান, আদালতের নির্দেশ মোতাবেক কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

admin

জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় হামলা: ঢাকা-৩ আসনে জামায়াত প্রার্থীর মিছিলে আহত ৩

error: Content is protected !!

কেশবপুরে জমি জবর দখলের হুমকী আদালতে ১৪৪ ধারা জারি

Update Time : ১২:১৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

 

কেশবপুরে ব্রাম্মণডাঙ্গা মৌজায় ২৭ শতক দখলীয় জমি জবর দখলের চেষ্টা বন্ধে আদালতের স্মরণাপন্ন হয়েছেন বৃদ্ধ আব্দুল মান্নান শেখ। বিজ্ঞ আদালত আবেদনটি আমলে নিয়ে কেশবপুর থানার ওসিকে আইনশৃঙ্খলা রÿার জন্য নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করেছেন আগামি ২৩ মার্চ।
কেশবপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন জানান, আইন শৃঙ্খলা রÿায় ব্যবস্থা নেয়া হচ্ছে।
মামলার বিবরনে জানা গেছে, কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাম্মণডাঙ্গা গ্রামের মৃত মঙ্গল শেখের ছেলে আব্দুল মান্নান শেখ পুর্ববতৃীদের নিকট থেকে জমি দলিল মুলে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। যার বর্তমান প্রিন্ট পর্চ আব্দুল মান্নান শেখের নামে এবং জমি দখলে। গত ১৫ জানুয়ারী বিকালে ব্রাম্মণডাঙ্গা গ্রামের মৃত ঈমান আলী খাঁর ছেলে বাবর আলী খাঁ ও শওকত আলী খাঁ, মৃত আহম্মদ আলী সানার ছেলে নূর আলী সানা ও মৃত আবুল বিশ্বাসের ছেলে আসলাম বিশ্বাস নালিশি জমি ৯৯ নম্ববর ব্রাম্মণডাঙ্গা মৌজার ১২১ খতিয়াপনের ১৯২ ও ৭৮১ দাগের মোট ২৭ শতক জমি জবর দখল করার হুমকী দেয়। যেহেতু আব্দুল মান্নান খে একজন বয়োবৃদ্ধ এবং তার জনবল না থাকায় আইনের প্রতি শ্রদ্ধাশ ীল হয়ে বিজ্ঞ আদালতের স্মরাণাপন্ন। বিজ্ঞ আদালত পি ৭৮/১৯ পি৪টিশনটি আমলে নিয়ে কেশবপুর থানার ওসিকে শান্ত্মি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন। সে মোতাবেক ওসি কেশবপুর থানার এ এস আই সোহেল রানাকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এব্যাপরে এ এস আই সোহেল রানা জানান, আদালতের নির্দেশ মোতাবেক কার্যক্রম চলমান রয়েছে।