কেশবপুরে জমি সংক্রান্ত্ম বিরোধকে কেন্দ্র করে প্রতিপÿের হামলায় মহিলাসহ ২ জন আহত হয়েছে। আহত ২ জনের মধ্যে ১ জনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্য জন স্থানীয় চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় নিরাপদ সরকারের ছেলে স্বপন সরকার বাদি হয়ে ৪ জনের নাম উলেস্নখ করে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পরচক্রা গ্রামের মৃত নগেন্দ্র নাথ সরকারের ছেলে নিরাপদ সরকারের সাথে প্রতিবেশী মৃত বিজয় সরকারের ছেলে গৌবিন্দ সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত্ম ও বিভিন্ন বিষয় নিয়ে পূর্বশক্রতা ও বিজ্ঞ আদালতে মামলা চলে আসছে। গত শুক্রবার ১৪ জানুয়ারী শুক্রবার সাড়ে ৫ টার দিকে স্বপন সরকারের বড় বউদি স্বরসতি সরকার (৩৩) বসত বাড়ির কালী মন্দিরের পাশে টিউবওলেয়ে পানি আনতে গেলে প্রতিপÿরা বউদিকে দেখতে পেয়ে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় স্বরসতি সরকার প্রতিবাদ করলে গৌবিন্দ সরকারের নেতৃত্বে তার স্ত্রী আনন্দময়ী সরকার, ২ ছেলে সুমন সরকার, সাগর সরকার মিলে বাঁশের লাঠি ও লোহার রড় দিয়ে স্বরসতি সরকার কে মারপিট করে আহত করে। এ সময় নিরাপদ সরকার (৭০) ঠেকাতে গেলে প্রতিপÿরা লোহার রড় দিয়ে নিরাপদ সরকারকে মারপিট করে গুরম্নরত জখম করে। গুরম্নরত আহত নিরাপদ সরকারকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে গোবিন্দ সরকারের বক্তব্য নেওয়ার জন্য বার বার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত্ম পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।