কেশবপুরে ডাক্তারসহ ৪ ব্যক্তি করোনায় আক্রান্ত: বাড়ি লকডাউন – magurarkotha.com

কেশবপুরে ডাক্তারসহ ৪ ব্যক্তি করোনায় আক্রান্ত: বাড়ি লকডাউন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২২

কেশবপুরে বুধবার নারী ডাক্তারসহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জনের নমুনা পরীক্ষা করে ওই ৪ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৫টি নমুনা পরীক্ষা করার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়েছে।
করোনা আক্রান্তদের মধ্যে একজন নারী ডাক্তার, তার বাবা, তার ১০ মাসের শিশু কন্যাসহ উপজেলার সাবদিয়া এলাকার এক যুবক রয়েছেন। গত ১৫ জানুয়ারি এ উপজেলায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ নিয়ে গত ৫ দিনে ২৩ জনের নমুনা পরীক্ষায় ৭ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহসানুল মিজান রুমি বলেন, করোনায় আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।

error: Content is protected !!