কেশবপুরে দীনমজুরের ফলদ গাছ কেটে ক্ষতিসাধন – magurarkotha.com

কেশবপুরে দীনমজুরের ফলদ গাছ কেটে ক্ষতিসাধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১২, ২০২২

 

কেশবপুরে পারিবারিক কলোহের জের ধরে প্রভাবশালীরা এক দীনমজুরের ফলদ কাঁঠাল ও মেহগনি গাছ জোরপূর্বক কেটে ÿতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে,উপজেলার লহ্মীনাথকাটি গ্রামের বদরউদ্দীন গাজীর ছেলে দীনমজুর কামরম্নল ইসলাম তার বসতভিটার চারপাশ দিয়ে কাঁঠাল, মেহগনি গাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে ভোগ দখল করছেন। একই এলাকার আব্দুল মজিদ গাজীর ছেলে প্রভাবশালী মামুন হোসেন পারিবারিক কলোহের জের ধরে শনিবার দুপুরে দীনমজুর কামরম্নল ইসলামের একটি ফলন্ত্ম কাঁঠাল ও ২টি মেহগনি গাছ জোরপূর্বক কেটে দেয়। কামরম্নল ইসলামের চাচা ইছারম্নদ্দিন বলেন,ফলন্ত্ম কাঁঠাল ও মেহগনি গাছ কেটে দেওয়ায় প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি।এ ব্যাপারে মামুন হোসেন বলেন, ওই গাছের ফল পড়ে আমার বসতঘরের ক্ষতি হতে পারে; এজন্য কেটে দেওয়া হয়েছে।মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর পলাশ বলেন, ‘ফলন্ত্ম কাঁঠাল ও মেহগনি গাছ কেটে দেওয়ার বিষয়টি তারা মৌখিকভাবে জানালে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।

error: Content is protected !!