কেশবপুরে নদের মাটি কেটে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা – magurarkotha.com

কেশবপুরে নদের মাটি কেটে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২০, ২০২২

কেশবপুরে হরিহর নদের মাটি কেটে বিক্রি করার অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যকুল এলাকার হরিহর নদের মাটি কেটে বিক্রি করছিলেন মণিরামপুরের জামলা গ্রামের আব্দুস সামাদ (৩৯)। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান ঘটনাস্থলে হাজির হয়ে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী আব্দুস সামাদকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তিনি নদ পাড় থেকে কেটে নেওয়া মাটি ভরাট করার নির্দেশনা দেন।

error: Content is protected !!