কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসার সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই দিনে মাদ্রাসার কর্মচারী আবুল কাশেমের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। প্রভাষক জিল্যুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, আনিসুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বজলুর রহমান খান,মাওলানা আব্দুল হাই,মুহাদ্দিস মুস্তাফিজুর রহমান, ফকিৎ আহসানুল্লাহ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান।