“বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মাবাধিকারের সুরক্ষা দাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মানবাধিকার দিবস-২০২১ পালন করা হয়েছে। ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার আয়োজনে নানা কর্মসূচীর মধ্যে র্যা লি, আলোচনা সভা ও ৫০ জন প্রতিবন্ধী, এতিমদেরকে ফুলেল শুভেচ্ছা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যা লি বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা শেষে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ও এতিমদেরকে ফুলেল শুভেচ্ছা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান। উক্ত অনুষ্ঠানে ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাংবাদিক ইনামুল হাসান নাঈম এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, উপ–পুলিশ পরিদর্শক অরুপ কুমার বসু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবুর আলী গোলদার, প্রকাশনা বিষয়ক সম্পাদক মাসুদা বেগম বিউটি প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সহ-সভাপতি মঞ্জরুল হোসেন ডাবলু, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ঝর্না, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক হুসাইন আহম্মেদ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শাহীন আলম, কায্যনির্বাহি সদস্য আলমগীর হোসেন, জাহিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, সাংবাদিক মোঃ মোস্তফা কামাল, মাসুদ রায়হান, তহমিনা সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গরা।