কেশবপুরে পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ১০ এপ্রিল গঠন করা হয়েছে। সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনিকে সভাপতি, প্রধান শিক্ষক আলাউদ্দীন গাজীকে সদস্য সচিব, সহকারী শিক্ষক হাফিজুর রহমান ও মধূসূদন রায়কে শিক্ষক প্রতিনিধি, বুলবুল আহম্মেদ, মুকুন্দ পাল, বিল্লাল হোসেন, হযরত আলীকে অভিভাবক সদস্য ও সালমা বেগমকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য এবং শাহিদুর রহমানকে দাতা সদস্য নির্বাচন করে পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার ব্যাক্তিগত উদ্যোগে ফলজ গাছের চারা রোপন
আজিজুর রহমান, কেশবপুর(যশোর)প্রতিনিধি:
কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে ফলজ গাছের চারা রোপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সম্মুখে ব্যাক্তিগতভাবে ফলজ গাছের চারা রোপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, সাবেক পৌর কাউন্সিলর মফিজুর রহমান মফিজ, সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম, কেশবপুর সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি রেজাউল ইসলাম, যুবলীগনেতা লিটন হোসেন , আসাদ প্রমুখ।