কেশবপুরে পুলিশের সহায়তায় চুরি হওয়া গরু উদ্ধার – magurarkotha.com

কেশবপুরে পুলিশের সহায়তায় চুরি হওয়া গরু উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১, ২০২২

কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বৈদ্যনাথ কুণ্ডুর ছেলে ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুন্ডুর প্রায় আড়াই লক্ষ টাকা দামের দুইটি গর্ভবতী ফ্রিজিয়ান জাতের চুরি হওয়া গাভী পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তা উদ্ধার Kiv হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাত 2 টার দিকে গরু দুটি চুরি হয়।রাতে বাহিরে এসে গোয়ালে গরু না পেয়ে গরুর মালিক সুজিত কুণ্ডু ভালুকঘর পুলিশ ফাড়িতে ফোন দেয়।সাথে সাথে ক্যাম্পের এ এস আই রিপন হালদার স্থানীয় লোকজন সাথে নিয়ে আশেপাশের গ্রাম সহ সোনাতলা ও শাহাপুর বিল ঘিরে ফেলে ।একপর্যায়ে চোরেরা চুরিতে ব্যর্থ হয়ে রাত 4 টার দিকে ত্রিমোহিনী চিংড়া সড়কের সোনাতলা বিলের মধ্যে গরু দুইটি ছেড়ে দিয়ে পালিয়ে যায়।মেম্বর ইলিয়াস সবুজ বলেন ইদানিং চুরির প্রবনতা বাড়ছে,আমরা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।ভালুকঘর পুলিশ ফাড়ির ক্যাম্পের এ এস আই রিপন হালদার বলেন,পুলিশের পাশাপাশি স্থানীয় মেম্বর ইলিয়াস সবুজ সহ এলাকাবাসী আমাদেরকে সহায়তা করেছে বলে চুরি হওয়া গরু উদ্ধারের কাজ সহজ হয়েছে।

error: Content is protected !!