কেশবপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত – magurarkotha.com

কেশবপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ৭, ২০২১

কেশবপুরে রোববার বিকেলে প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দীলিপ মোদকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, উদীচী কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদক, উপজেলা বন্ধুসভার সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।আলোচনার পরে কৃষিতে ভূমিকা রাখার জন্য আব্দুল মজিদ সরদারকে ও শিক্ষায় ভূমিকা রাখায় হোসাইন আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়।

error: Content is protected !!