কেশবপুর উপজেলা প্রশাসন ও বসন্ত্ম উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে বসন্ত্ম উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের পাবলিক ময়দানে এ উৎসবের আয়োজন করা হয়।
বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,বসন্ত্ম উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সাংবাদিক আশরাফ-উজ-জামান খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যশোর ৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এছাড়া বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রম্নহুল আমীন,সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্ত্মফা,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক,থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন,কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অধ্যাপক মশিউর রহমান প্রমুখ। সন্ধ্যায় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।