কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সংস্থার চেয়ারম্যান মুহম্মদ শফি, সম্পাদক মোতাহার হোসাইন – magurarkotha.com

কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সংস্থার চেয়ারম্যান মুহম্মদ শফি, সম্পাদক মোতাহার হোসাইন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১১, ২০২২

কেশবপুরে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে কেশবপুর প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ সাহিত্য সেবা সংস্থার এক সভায় ওই কমিটি গঠন করা হয়।
কমিটিতে লেখক মুহম্মদ শফিকে চেয়ারম্যান ও কবি মোতাহার হোসাইনকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়েছে।কমিটির অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান মধুসূদন গবেষক কবি খসরু পারভেজ ও কবি ইব্রাহিম রেজা, যুগ্ম সম্পাদক রম্য লেখক মুনছুর আলী, কোষাধ্যক্ষ রুহুল কুদ্দুস, দপ্তর সম্পাদক কবি আমিনুর রহমান বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক লেখক অধ্যাপক তাপস মজুমদার, নির্বাহী সদস্য কবি নয়ন বিশ্বাস, এম জি মহসিন এবং বিশ্বজিৎ ঘোষ।কেশবপুর প্রেসক্লাবের হলরুমে কমিটি গঠন উপলক্ষে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন কবি ও নাট্যকার মুহম্মদ শফি। বক্তব্য iv‡Lb,মধুসূদন গবেষক কবি ও লেখক খসরু পারভেজ, লেখক অধ্যাপক তাপস মজুমদার, রম্য লেখক মুনছুর আলী প্রমুখ।

error: Content is protected !!