কেশবপুরে বাটা শো-রুমের উদ্বোধন – magurarkotha.com

কেশবপুরে বাটা শো-রুমের উদ্বোধন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১, ২০২১

কেশবপুর শহরের প্রাণকেন্দ্র আখি প্লাজার নীচতলায় বাটা শো-রুমের উদ্বোধন করা হয়েছে। বাটা শো-রুমের স্বত্তাধিকারী আব্দুল মতিনের সভাপতিত্বে বুধবার সকালে প্রধান অতিথি হিসাবে বাটা শো-রুমের উদ্বোধন করেন বাটা ফ্র্যাঙ্কইজি ম্যানেজার আহমেদ আসিফ উর রহমান মল্লিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
ফাস্টসিকিউরিটি ব্যাংক কেশবপুর শাখা ম্যানেজার মুজহার আলী, জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার এস কে সাইফুদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও বাটা’র জেলা ম্যানেজার গাজী সায়েদ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওঃ খলিলুর রহমান।

error: Content is protected !!