কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের কষ্ঠ অনুষ্ঠিত – magurarkotha.com

কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে তারুণ্যের কষ্ঠ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৭, ২০২২

 

কেশবপুরে বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক অনুষ্ঠান তারম্নণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্তের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আহাদ। তারম্নণ্যের কন্ঠ অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত বলেন, আগামী ১৯ ফেব্রায়ারি রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফএম ১০৬ মেগাহার্টজে এ তারুণ্যের কন্ঠ অনুষ্ঠানটি প্রচারিত হবে। গত ৭ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সারাদেশে এটি আয়োজন করে চলেছে।

error: Content is protected !!